Touch Typing কী এবং শেখার উপায়




Touch Typing শব্দ দুটো শুনে হয়তো অনেকের মোবাইলে টাইপ করার কথা মনে হতে পারে। কিন্তু এটি আসলে স্মার্টফোনে টাইপ করা বোঝায় না।

Touch Typing (টাচ টাইপিং) হলো মূলত দুই হাতের দশ আঙুল ব্যবহার করে কীবোর্ডের দিকে না তাকিয়ে টাইপ করা। এটি করার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। আন্দাজে ঘরে বসে বসে দশ আঙুল দিয়ে টাইপ করার চেষ্টা করলে তেমন ফল পাওয়া যাবে না।

Touch Typing কীভাবে শিখবো সে বিষয়ে একটু পরে লিখবো। তার আগে বলি যে এর গুরুত্ব কী? কারো টাইপিংয়ের গতি পরিমাপের দুইটি একক প্রচলিত। একটি Words Per Minute (WPM) ও দ্বিতীয়টি Characters Per Minute (CPM)। মূলত WPM-ই টাইপিং এর গতি পরিমাপে অধিক প্রচলিত। তাই এই পোস্টে WPM এর হিসেব করেই কথা হবে।

Touch Typing এর গতি পরিমাপের সময় Word বলতে বুঝায় 5-টা Character। এটা সত্যিকারের স্পেস দ্বারা পৃথক করা শব্দকে বোঝায় না। উদাহরণ দিচ্ছি: I like chicken sandwich. এই বাক্যে শব্দ কয়টা? 4টি এবং আপনার উত্তর সঠিক-ও। কিন্তু WPM পরিমাপ করার জন্য আসলে একটা Standard পরিমাণ দরকার। তাই WPM এর হিসেব করতে গেলে আপনাকে বলতে হবে যে, উপরের বাক্যে মোট Word আছে (14/5)টি বা প্রায় 3টি। স্পেসও কম্পিউটারের কাছে একটি Character হিসেবে কাউন্ট হয়। আশা করি, WPM এর ক্ষেত্রে Word কী বোঝায় সেটা বোঝা গেছে। তবে এটা আবার সত্যিকার শব্দ গণনা করতে গিয়ে ব্যবহার করবেন না যেনো। এই নিয়মটা শুধুই টাইপিং এর গতি পরিমাপের একটা Standard।

এবার আসি Touch Typing এর গুরুত্ব কী সেই বিষয়ে। যারা Touch Typing জানে না তাদের সর্বোচ্চ গতি হয় 30-50 WPM। এবার ধরুন, আপনি দশ হাজার শব্দের একটা রচনা টাইপ করতে বসেছেন। আপনার গতি 25 WPM। তাহলে এই রচনা লিখতে আপনার কতক্ষণ লাগবে? (10000/25) বা 400 মিনিট। অর্থাৎ, 6 ঘণ্টা 40 মিনিট। এবার যদি আপনি Touch Typing শিখে নিচের টাইপিংয়ের গতি 50 WPM এ নিয়ে আসেন, তাহলে আপনার ঐ একই রচনা টাইপ করতে কতক্ষণ লাগবে? (10000/50) বা 200 মিনিট। অর্থাৎ, 3 ঘণ্টা 20 মিনিট। শুধুমাত্র নিজের টাইপিংয়ের গতিকে দ্বিগুণ করে আপনি প্রায় অর্ধেক সময় বাঁচিয়ে ফেলতে পারছেন। একটা দশ হাজার শব্দের রচনা লেখার ক্ষেত্রেই আপনি 3 ঘণ্টা 20 মিনিট বাঁচিয়ে ফেলছেন। তাই Touch Typing খুব ছোট একটি স্কিল হলেও আপনার দৈনন্দিন জীবনের প্রোডাক্টিভিটি বাড়াতে এটি বেশ কার্যকরী। বিশেষ করে তাদের জন্য, যারা দিনের বড় একটা সময় টাইপিং করে কাটান যেমন, প্রোগ্রামার, টাইপিস্ট ইত্যাদি।

Touch Typing কীভাবে শিখবো?
>> Touch Typing মূলত কিছু নিয়ম অনুসরণ করে করতে হয়। Finger Placement এর একটা বড় বিষয়। অনলাইনে প্রচুর ফ্রি ওয়েবসাইট ও সফটওয়্যার আছে, যেগুলোর মাধ্যমে Touch Typing শেখা ও অনুশীলন করা যায়। সেই সফটওয়্যার বা ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী আপনাকে অনুশীলন করতে হবে। তাহলে প্রতিদিন 30 মিনিট করে অনুশীলন করলে আপনি ১০ থেকে ১৫ দিনের মধ্যে Touch Typing আয়ত্ত্ব করে ফেলতে পারবেন, ইনশা আল্লাহ।

Touch Typing শেখার কিছু রিসোর্স:
  1. typingstudy.com: বেসিক থেকে এডভান্সড Touch Typing অনুশীলনের জন্য। Ad Blocker ব্যবহারের অনুরোধ রইলো।
  2. Klavaro: Touch Typing শেখার ডেস্কটপ অ্যাপ। এখানে Touch Typing শেখা ও অনুশীলন করা যায়। এই লিংকে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন: https://klavaro.sourceforge.io/en/index.html।
  3. keybr.com: Touch Typing এর গতি বাড়ানোর জন্য বেশ কার্যকরী একটি ওয়েবসাইট। মূলত অনুশীলন করা যাবে। Ad Blocker ব্যবহারের অনুরোধ রইলো।

লেখক: আযরাফ খান যারিফ, ভাইস প্রেসিডেন্ট, Learn To Code Foundation

Post a Comment

Previous Post Next Post